Computer Application Basic Courses Exam Practice Sheet 3 Month (C.A.B) | কমিউটার এপ্লিকেশন কোর্স ৩ মাস (সিএবি)

Computer Application Basic Courses 3 Month Exam Practice Sheet (C.A.B)(কমিউটার এপ্লিকেশন কোর্স ৩ মাস (সিএবি)


১।  কম্পিউটার কি? তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে কম্পিউটার প্রকারভেদ আলােচনা  কর ?

উত্তরঃ  কম্পিউটার ইলেকট্রিক প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার । Computer শব্দটি গ্রীক শব্দ থেকে উৎপত্তি। Comput শব্দ থেকেইComputer শব্দটির উৎপত্তি। যার আভিধানিকঅর্থ হলাে গণনাকারী যন্ত্র। কম্পিউটার হলাে বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার দিয়ে মূলত গাণিতিক যুক্তি ও শিক্ষামূলক কাজ
করা যায় । কম্পিউটারের নিজস্ব কোন চিন্তা-চেতনা, শক্তি বা বুদ্ধি নেই। মানুষের দেয়া নির্দেশ অনুযায়ী এ যন্ত্র কাজ করে। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে কম্পিউটার আবিষ্কার করেন। তবে জন ভন নিউম্যান-এর নাম আধুনিক কম্পিউটারের আবিষ্কারক হিসেবে স্বীকৃত। চার্লস ব্যাবেজ (১৭৯১-১৮৭১); ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাজ্যের টেইগমাউথ-এ জন্মগ্রহণ করেন। তিনি

MS Code Academy Charles Babbages post

১৮১০ সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৮১৭ সালে কেমব্রিজ থেকে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি ১৮২৭ সালে ১ থেকে ১০৮০০০ পর্যন্ত লগারিদম সারণি প্রকাশ করেন। চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইন্জিনের উপর কাজ শুরু করেন ১৮৩৩ সালে এবং পরে কম্পিউটার আবিষ্কার করেন। ১৮৭১ সালে তিনি লন্ডনে মারা যান। চার্লস ব্যাবেজ শিক্ষার্থী বন্ধুরা! আসুন এখন নিচের ছক পূরণ করি।

ডেটা গ্রহণ ও প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে কম্পিউটারকে ৩টি শ্রেণীতে বিভক্ত করা যায়। যথা-

১। এনালগ কম্পিউটার (Analog Computer)

এই কম্পিউটার পদার্থ বিজ্ঞানের নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটি মূলত পরিবর্তনশীল বৈদ্যুতিক  তরঙ্গ দ্বারা পরিচালিত। তরঙ্গের প্রবাহ, বায়ুর চাপ, তরল পদার্থের প্রবাহ ও তাপমাত্রা পরিমাপ ইত্যাদি        পরিবর্তনশীল উপাত্তের জন্য তৈরী বৈদ্যুতিক তরঙ্গকে এখানে ইনপুট হিসাবে গ্রহণ করে এবং ফলাফল কাটার
সাহায্যে প্রকাশ করে। গাড়ীতে ব্যবহৃত মিটার এর উদাহরণ।

২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer)

সাধারণ অর্থে কম্পিউটার বলতে আমরা এই ধরনের কম্পিউটারকেই বুঝি। এই কম্পিউটার গণিতের নীতির ভিত্তিতে পরিচালিত একটি Counting Device |ডিজিটাল কম্পিউটারে সংখ্যা, বর্ণ, সংকেত, প্রতিক ইত্যাদি ইনপুট হিসাবে গ্রহণ করে । এর ফলাফল লিখিতভাবে পাওয়া যায় । এই ফলাফল খুবই নির্ভুল ।

৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)

ডিজিটাল এবং এনালগ কম্পিউটার এর বৈশিষ্টের সমন্বয় ঘটিয়ে হাইব্রিড কম্পিউটার তৈরী করা হয়েছে। এই কম্পিউটার এনালগ পদ্ধতিতে ইনপুট গ্রহণ করে এবং 'ইনপুটকৃত ডাটা প্রক্রিয়াকরণ শেষে আউটপুট হিসাবে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করে। যে ক্ষেত্রে এনালগ ও ডিজিটাল সংকেত উভয় পদ্ধতির উপস্থিতি বিদ্যমান সে ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যবহৃত হয় । 

ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ (Classification of Digital Computer) ঃ 
আকৃতি ও কাজের ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয় ।

১। সুপার কম্পিউটার (Super Computer):

বৈজ্ঞানিক গবেষণা, প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। এটি সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার । টার্মিনাল ব্যবহার করে কয়েকশত লােক একত্রে এই কম্পিউটার থেকে ডাটা সংগ্রহ করতে পারে। সুক্ষ বৈজ্ঞানিক গবেষণা,নভােযান,ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা ইত্যাদি ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যাবহার করা হয়। মাত্র হাতে গােনা কয়েকটি দেশের কাছে এ ধরণের কম্পিউটার আছে। জাপান ও আমেরিকার কয়েকটি প্রতিষ্ঠান সুপার কম্পিউটার তৈরী করে। এদের মধ্যে জাপানের Nipporn Electric Company এবং আমেরিকার Data ControlCorporation এর নাম উল্লেখযােগ্য।

২। মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):

সুপার কম্পিউটার এর তুলনায় ছােট হলেও এতে তথ্য ধারণ ক্ষমতা প্রচুর। এটাও একটি বৃহৎ কম্পিউটার, এটাতেও টার্মিনাল ব্যবহার করে একত্রে অনেক ব্যবহারকারী বিভিন্ন কার্যাদা সম্পন্ন করতে পারে। উচ্চ স্তরের প্রযুক্তিগত বিশেষণ, বৃহৎ শিল্প,বাণিজ্য প্রতিষ্ঠান, জটিল বৈজ্ঞানিক গবেষণা, বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়। আমাদের দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বাের্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিসংখ্যান ব্যুরাে, আনবিক শক্তি কমিশনসহ কয়েকটি প্রতিষ্ঠানে এ ধরনের কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

৩। মিনি কম্পিউটার (Mini Computer):

এই কম্পিউটার এর আবির্ভাব ষাটের দশকে। মেইনফ্রেম কম্পিউটার এর তুলনায় কিছুটা ছােট হলেও এর কার্যক্ষমতা ব্যাপক। টার্মিনাল ব্যবহার করে অনেক ব্যবহারকারী একত্রে এই কম্পিউটার ব্যবহার করতে পারে। শিল্প বানিজ্যে এই কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বৃহৎ শিল্প এবং গবেষণা প্রতিষ্ঠানে এই কম্পিউটার ব্যপকভাবে ব্যবহৃত হয়। আমাদের দেশে গার্মেন্টস শিল্পে মিনি কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।

৪। মাইক্রো কম্পিউটার (Micro Computer):

আমরা যে ধরনের কম্পিউটার সচরাচর দেখি, ব্যবহার করি, অফিস আদালতে ব্যবহৃত হয় সে গুলিই মাইক্রো কম্পিউটার নামে পরিচিত। এটি দামে সস্তা ও আকারে ছােট। বর্তমানে এটি পিসি (Personal Computer) নামেও পরিচিত। এই জাতীয় কম্পিউটার সহজে বহনযােগ্য, তুলনামূলক কম দাম ও রক্ষনাবেক্ষণ সহজ হওয়ায় ব্যাপক সমাদৃত হয়েছে।

ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer):

এটি মাইক্রো কম্পিউটারের চেয়েও ছোট। সাধারণত এটি L.C.D মনিটর সংযুক্ত। এটি কোলের এর উপর রেখে যে কোন স্থানে ব্যবহার করা যায়। এটি কম বিদ্যুৎ খরচ করে এবং ব্যাটারীর সাহায্যেও চালানাে যায় । সব ধরনের ব্যক্তিগত কাজে ব্যবহার ছাড়াও অডিও, ভিডিও এবং ডাটা প্রসেসিং কাজে ব্যবহার করা হয়।পরিবহনে সুবিধার জন্য ল্যাপটপ এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নােটবুক কম্পিউটার (Note Book Computer) :

এটি Laptop থেকে ছােট L.C.D মনিটর যুক্ত, কম বিদ্যুৎ খরচ করে। ব্যাটারী দ্বারা পরিচালিত হয়। এটি সাধারণত ব্যক্তিগত ডায়েরী হিসেবে ব্যবহার করা হয় । 

PDA (Personal Digital Assistant) : 

এটি নােটবুক থেকেও আকৃতিতে ছােট। L.C.D মনিটর যুক্ত, কম বিদ্যুৎ খরচ করে। ব্যাটারী দ্বারা পরিচালিত হয়। এই কম্পিউটার ব্যক্তিগত ডায়েরী হিসেবে এবং হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়।

🙏👋প্রশ্নঃ ROM কি?

👉উত্তরঃ রম বা রীড-অনলি মেমোরি (ইংরেজি: Read-only memory (ROM)) হল এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়। রমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না বা করা গেলেও তা খুব ধীরে অথবা করা কঠিন।

👋প্রশ্নঃ Solid State Drive  কি ?

👉উত্তরঃ সলিড স্টেট ড্রাইভ হলো কম্পিউটারে ব্যাবহৃত নতুন প্রজন্মের স্টোরেজ ডিভাইস । SSD একই রকম ভাবে হার্ড ডিস্ক ড্রাইভের মতো কম্পিউটারে ডাটা গুলিকে স্টোর করে রাখে। এসএসডি মূলত কম্পিউটারের একধরনের ফ্ল্যাশ স্টোরেজ ব্যবস্থা। যার মূল কাজ হল তথ্য সংরক্ষণ করে রাখা।

👋প্রশ্নঃ Satellite  কি ?

👉উত্তরঃ কৃত্রিম উপগ্রহ হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো একটি কৃত্রিম বস্তু যা তথ্য সংগ্রহের জন্য অথবা যোগাযোগের মাধ্যম হিসেবে পৃথিবী বা চাঁদ বা অন্য কোনো গ্রহের চারপাশে কক্ষপথে স্থাপন করা হয়। মনুষ্যনির্মিত হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে।

👋প্রশ্নঃ Page Setup বলতে কি বুঝায় ?

👉উত্তরঃ পেইজ সেটআপ নির্ধারণ করা দ্বারা ডকুমেন্টের পৃষ্ঠার সাইজ, মার্জিন ও অরিয়েন্টেশন নির্ধারণ করা যায়। এম এস ওয়ার্ড ২০১৬ এবং সকল প্রোগ্রামেই এটি অতীব গুরুত্বপূর্ণ একটি কমাণ্ড। আজকের অধ্যায়ে পেইজ সেটআপ কমাণ্ডের বিভিন্ন ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

👋প্রশ্নঃ Password ধারা কিভাবে file সংরক্ষণ করা হয় তা ধারাবাহিকভাবে লিখ ?

👉উত্তরঃ কম্পিউটারে যদি একাধিক ইউজার থেকে থাকে তবে প্রয়োজনীয় এক্সেল ফাইল পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করার প্রয়োজন হয়।
👉প্রথমতো File এ ক্লিক করুন।
👉প্রদর্শিত Save As এর ডায়ালগ বক্সে ফাইল সংরক্ষণ করার লোকেশন এবং File Name এর পাশে ফাইলের নাম টাইপ করুন। অতপর Tools এর ড্রপ-ডাউন ক্লিক করে General Options ক্লিক করুন।
👉এবারে প্রদর্শিত General Options এর ডায়ালগ বক্সে Password to open: এবং Password to modify: এর ডানে একই পাসওয়ার্ড টাইপ করুন (এক্ষেত্রে 12345 ব্যবহার রা হয়েছে) এবং Ok বাটন ক্লিক করুন।
👉 পুনরায় Confirm Password ডায়ালগ বক্সে পূর্বের পাসওয়ার্ড টাইপ করুন Ok ক্লিক করুন।
👉সবশেষে Save As ডায়ালগ বক্সের Save বাটন ক্লিক করুন। এবারে ওয়ার্কবুকটি বন্ধ করুন এবং পুনরায় ওপেন করার চেষ্টা করুন। নোট: আপনি ইচ্ছে করলে পূর্বের সংরক্ষণ করা ফাইলও পাসওয়ার্ড দ্বারা প্রটেকশন করা যায়। তবে এক্ষেত্রে ফাইলটি ওপেন করে Save As কমাণ্ড ব্যবহার করে পাসওয়ার্ড দিতে হবে। 

👉আপনার দেয়া পাসওয়ার্ড মুছে দিন এবং Ok ক্লিক করুন।এবারে Save বাটন ক্লিক করুন।Confirm Save As এর ডায়ালগ প্রদর্শিত হলে Yes বাটন ক্লিক করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল ”কিভাবে এক্সেল ২০১৬ ফাইল পাসওয়ার্ড দিয়ে সংরক্ষন করবেন?” এখানেই শেষ করছি।

👋প্রশ্নঃ File কি ?

👉উত্তরঃ File হল কম্পিউটার বা মোবাইল এর কোন ডাটা, ভিডিও,অডিও ও ছবি ইত্যাদি যেখানে একত্রে রাখা হয় সেটাকে FILE বলে।

👋প্রশ্নঃ গ্রাফ বা Chart কি?

👉উত্তর: "গ্রাফ" হচ্ছে কতগুলো ভার্টেক্স বা শীর্ষবিন্দুর সমষ্টি এবং কতগুলো এজ বা রেখার সমষ্টি যারা বিভিন্ন ভার্টেক্সের মধ্যে সংযোগ স্থাপন করে। গ্রাফ দিকঅনির্দেশিত বা অদিক হতে পারে যার অর্থ হচ্ছে দুটি ভার্টেক্সের সংযোজক রেখার কোন দিক নেই। দিকসংবলিত বা সদিক গ্রাফের এজগুলোর নির্দিষ্ট দিক রয়েছে।

👋প্রশ্নঃ Legend ও Chart Titles কাকে বলে ?

👉উত্তর: যে মূল বিষয়কে কেন্দ্র করে চার্ট তৈরি করা হয় সে বিষয়টিকে টাইটেল হিসেবে ব্যবহার করার জন্য Chart Title অপশনটি ব্যবহার করা হয়। উপরের চার্টেটিতে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে শুধু ২০ ওভারে দুটি দলের উইকেট পতনের অনুপাত লাইন আকারে দেখানো হয়েছে।

👋প্রশ্নঃ Excel প্রােগ্রামে Data Validation কমান্ড দ্বারা কি ধরনের কাজ করা যায়?

👉উত্তর: একটি এক্সেল ওপেন (Open) করুন। এর মধ্যে যে কোন ফিল্ড তৈরি করুন। আমার উদাহরন আনুয়ায়ী আমি একটি শীটে চারটি কলাম নিয়েছি। চারটি কলামের নাম আইডি, নাম, বয়স এবং জেলা।
আমরা চাচ্ছি যে আইডি হবে যে কোন একটি ছয় অঙ্কের সংখ্যা। ছয় অঙ্কের কমও হবে না আবার বেশিও হবে না। এবং যে এই ফরমে তথ্য পুরোন করবে যে যেন ভুল তথ্য পুরোন করতে না পারে।

👋প্রশ্নঃFreeze Panes কমান্ড দ্বারা কি কাজ করা যায়, কিভাবে করা যায় ?

👉উত্তর: টাইটেল রো বার বার স্ক্রোল করে উপরে গিয়ে না দেখে, যতই নিচে কাজ করেন, সব সময় যেন দেখা খায়, তাই টপ রো ফ্রিজ করা হয়। View মেনুতে যান। Freeze Panes > Freeze Top Row সিলেক্ট করুন। ফ্রিজ হয়ে গেছে। এতে সহজে Item এর নাম গুলো দেখে সহজে লেখা যায়।

👋প্রশ্নঃ Access এ কত ধরণের ডাটা এন্ট্রি করা যায় ও কি কি?

👉উত্তর:  Microsoft Access এর ব্যবহার ঃ Microsoft Access এ যে            সমস্ত কাজ করা যায় তা সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হলােঃ

  • টেবিলের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের টেবিল এবং
  • বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন উপায়ে কাঙ্খিত যে কোন তথ্যকে খুঁজে এনে দেখে তা প্রিন্ট করা যায়।
  • V অসংখ্য আকৃতি ও ফরমেটের রিপাের্ট এবং মেইলিং লেবেল তৈরী করে Sপ্রিন্ট করা যায়।
  • নিউমেরিক উপাত্তগুলাের গাণিতিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে।সম্পন্ন হয়।
  • পছন্দমত গ্রাফ, চার্ট এবং ছবি রিপাের্টে সংযােজন করা যায়।

       ডেটাবেজ তৈরী করা যায়।


👋প্রশ্নঃ Microsoft Access এ কুয়েরি কেন ব্যবহার করা হয়?

👉উত্তর: MS -Access এ কুয়েরি ( Query ) কেন ব্যবহার করা হয় ,উল্লেখ কর । উত্তর :বিপুল পরিমাণ তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে কোনো তথ্য কিংবা রেকর্ডসমূহ খুব সহছে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহার করা হয় ।

👋প্রশ্নঃ শর্ত স্বাপেক্ষে Query করার পদ্ধতি ধারাবাহিক ভাবে লিখ ?

👉উত্তর: Query:কিছু খুঁজে বের করাই হলাে কোয়েরী। নির্দিষ্ট কোন তথ্যের নির্দিষ্ট শর্তে কিছু খুঁজেবের করাকে Query বলে। টেবিলে সংরক্ষিত লক্ষ লক্ষ ডেটাকে সহজ ও দ্রুত প্রদর্শনের কার্যকর ব্যবস্থাই হলাে কোয়েরী।

👋প্রশ্নঃ PowerPoint প্রােগ্রামে ৩টি স্লাইড সহযােগে একটি ফাইল তৈরী পদ্ধতি লিখ । 

👉উত্তর: Microsoft Office PowerPoint 2007 চালু করার পদ্ধতিঃ
1. “Start” এ ক্লিক করতে হবে ।
2.  Mycrosoft Office (267 Mycrosoft office Powerpoint
2007 সিলেক্ট করতে হবে ।
Powerpoint প্রােগ্রামটি Run করার পর প্রথমে কপিরাইট সনদ
প্রদর্শন শেষে যে Screen টি আসে সেটি নিম্নরূপঃ
Click to add title
এরপর Microsoft Powerpoint চলু হবে এবং Window দেখা যাবে।
যেমন- উপরােক্ত Window কে বলা হয় Microsoft Powerpoint এর Editing
Window
Microsoft Powerpoint থেকে বের হওয়ার পদ্ধতিঃ
Office বাটনে ক্লিক করি ।

2. Exit Powerpoint এ ক্লিক করি ।

পাওয়ার পয়েন্ট উইন্ডাে পরিচিতি ঃ

টাইটেল নার
কিন
Click to add title
কুইক এরেঞ্জ টুলবার
Chce
টাইটেল বার ঃ
পর্দার একেবারে উপরে Presentation- Microsoft Powerpoint লেখা
বারটিকে টাইটেল বার বলে। কোন সেভ করা ফাইল ওপেন করলে বা ফাইল সেভ করলে এখানে ফাইলের নামটি দেখা যায়। টাইটেল বারের ডানদিকে যথাক্রমে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন এবং ক্লোজ বাটন এই তিনটি বাটন থাকে।
অফিস বাটন ঃ টাইটেল বারের নীচের সারিতে প্রথমে অফিস বাটন থাকে। এর সাহায্যে কোন Recent Documents প্রেজেনটেশন খােলা, বন্ধ করা, সেভ করা, প্রিন্ট করা, পাবলিস করা, পা ও পয়েন্ট থেকে বের হওয়া যায় ।
কুইক এক্সেজ টুলবার ও

👋প্রশ্নঃ PowerPoint এ কিভাবে Tex ও Picture এনিমেশন করা যায়?





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম