Computer Hardware and Software Information | কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি

 Computer Hardware and Software Information (কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি)


১) সিস্টেম ইউনিট (System Unit):

সিস্টেম ইউনিটই মাইক্রো কম্পিউটার এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে মেমােরী, প্রসেসর, মাদার বাের্ড, হার্ডডিক্স ড্রাইভ, ফ্লপিডিক্স ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, বিভিন্ন ধরনের কার্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট ইত্যাদি সংযুক্ত থাকে। বর্তমানে দুই ধরনের সিস্টেম ইউনিট বাজারে চালু আছে। লম্বালম্বি ভাবে দাড়ানাে কেসকে বলে টাওয়ার কেস এবং শােয়ানাে কেসকে বলে ডেস্কটপ ।

ছবিঃ সিপিইউ


10 Best Online Jobs for Students to Make Money from Home

২) মনিটর (Monitor):

কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য টেলিভিশনের ন্যায় যে যন্ত্রটি ব্যবহৃত হয়, তাকে ডিসপ্লে ইউনিট বা মনিটর বলা হয়। এটি কম্পিউটার সংগঠনে অন্যতম আবশ্যিক উপকরণ। বাহ্যিক দিক হতে মনিটর টেলিভিশনের ন্যায় হলেও এতেব্যবহারের পার্থক্যের কারনে সাধারণতঃ টিভির ন্যায় সকল যন্ত্রাংশ থাকে না। কিন্তু,টিভির তুলনায় এর তথ্য বা চিত্র প্রদর্শণ ক্ষমতা তুলনামূলকভাবে নিখুঁত হয়।


 

ছবি: মনিটর

পার্সোনাল কম্পিউটারের জন্য বাজারে বিভিন্ন সুবিধা সম্বলিত (যেমন, মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা বা টিভি-র ন্যায় বিভিন্ন চ্যানেল প্রদর্শনের সুবিধাসহ) এবং বিভিন্ন আকারের (যেমনঃ ১৫, ১৭ইঞ্চি... আকারের) মনিটর পাওয়া যায়। তবে, পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত অধিকাংশ মনিটরের স্ক্রীনে তথ্য প্রদর্শনে ৮০-অক্ষর বিশিষ্ট ২৫টি লাইন ব্যবস্থা থাকে।

৩) কি বাের্ড (Key-board):

কম্পিউটারের তথ্য প্রদানে ব্যবহৃত বিভিন্ন ইনপুট ডিভাইস গুলাের মাঝে কী-বাের্ডঅন্যতম। মাইক্রো কম্পিউটারে ব্যবহৃত এ কীবাের্ডের কী-গুলাের সাথে টাইপ রাইটারের কী-গুলাের একটি কাঠামােগত সাদৃশ্য আছে। তবে, এতে কী বা স্যুইচের সংখ্যা টাইপ রাইটারের তুলনায় অনেক বেশি থাকে। কীগুলাে সব ইলেকট্রনিক স্যুইচের ন্যায় এবং প্রতিটি কী এর উপর এক বা একাধিক পরিচিতি লেখা থাকে। একটি তারের মাধ্যমে কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ অংশের সাথে এটি সংযুক্ত থাকে এবং ব্যবহারের সময় নির্দিষ্ট কী-টি একবার চাপ দিয়ে ছেড়ে দিতে হয়। ১০৬,১০৮, ১১০ এরূপ বিভিন্ন সংখ্যার কী সমৃদ্ধ কী-বাের্ড বাজারে প্রচলিত। বর্তমানে। উইন্ডােজ প্রােগ্রামে ব্যবহারের সুবিধার্থে ১০৪ কী এবং মাল্টিমিডিয়া পরিচালনার ১১০
বা ততােধিক কী-সম্পন্ন কী-বাের্ড পাওয়া যায়।


ছবিঃ কীবাের্ড

কার্যক্রমের বিভক্তি অনুসারে একটি সাধারণ কী-বাের্ডের কী-সমুহকে নিম্নোক্ত পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা যায়ঃ

১, ফাংশন কী (Function Key): কী-বাের্ডের উপরিস্থিত সারির F1,F2........,F12 পরিচিতিযুক্ত কী-সমূহ। স্বতন্ত্র প্রােগ্রামের ভিত্তিতে নির্দিষ্ট নির্দেশ বা কার্যক্রম পরিচালনার জন্য এ সকল কী ব্যবহৃত হয়। যেমন,
উইন্ডােজ প্রােগ্রামে F1- কী চাপ দেয়া হলে সাহায্য সংক্রান্ত তথ্য প্রদর্শিত হয়। 


২,নিউমেরিক কী (Numeric Key): কী-বাের্ডের উপর দিক হতে দ্বিতীয় সারি এবং ডান পার্শ্বে হতে 0 পর্যন্ত এবং +, -, *, /=, ইত্যাদি চিহ্নযুক্ত কী-সমূহ। গাণিতিক তথ্য টাইপ করা এবং এ সংক্রান্ত কাজে বিশেষ চিহ্ন টাইপ করার জন্য নিউমেরিক কী ব্যবহৃত হয়।


৩. অ্যালফাবেটিক কী (Alphabetic Key): কী-বাের্ডের কেন্দ্রস্থলে টাইপ রাইটারের ন্যায় বিন্যাসকৃত A, S, D, E, G অথবা ব, ক, ত, দ প্রভৃতি কী সমুহ। টাইপ করার ক্ষেত্রে এই কী ব্যবহার করা হয়। বাংলা প্রােগ্রাম ব্যবহার
করে এসকল কী সমুহ দ্বারাই বিভিন্ন প্রােগ্রামে বাংলা বর্ণ টাইপ করা যায় ।


৪. কার্সর মুভমেন্ট কী (Arrow Key): কম্পিউটার স্ক্রীনে ব্যবহারকারীর কাজেরঅবস্থান চিহ্নিতকারী কার্সর চিহ্নটিকে স্ক্রীনের বিভিন্ন স্থানান্তরের জন্য কী বাের্ডের তীর চিহ্নযুক্ত কী সমূহ।


৫. স্পেশাল কী (Special Key): উল্লেখিত কী-সমূহ ব্যতীত কী-বাের্ডের অন্যান্য সকল কী সমূহ। এর মাঝে উল্লেখযােগ্য কয়েকটি কী-এর কাজ নিমে বর্ণনা করা হল ?


• Ese : কী-বাের্ডের সর্ব প্রথম কী। কমান্ত বাতিলের জন্য সাধারণত এই কী ব্যবহার করা হয় ।
• Backspace: কার্সর অবস্থানের পূর্ববর্তী (বাম পার্শ্বে) অক্ষরটি মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
• Delete: কার্সর অবস্থানের পরবর্তী (ডান পার্শ্বে) অক্ষরটি মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
• Caps Lock : অন করে নেয়ার পর অ্যালফাবেটিক কী- সমুহ টাইপ করা হলে বড় হাতের অক্ষর টাইপ হয়। অন অবস্থায় কী-বাের্ডে লাইট প্রদর্শিত হয় । পুনরায় এই কী চাপ দিয়ে বন্ধ করা হলে অ্যালফাবেটিক কী সমূহ টাইপের ক্ষেত্রে ছােট হাতের অক্ষর টাইপ হবে।
• Shift; চাপ দিয়ে একই সাথে অন্য কোন কী ব্যবহার করা হলে একাধিক বর্ণ। চিহ্ন খচিত কী-এর ক্ষেত্রে উপরের বর্ণচিহ্ন এবং অ্যালফাবেটিক কী ক্ষেত্রে বড় হাতের অক্ষর টাই হবে।
• Enter : কোন নির্দেশ প্রদানের সমাপ্তি অথবা পরবর্তী ধাপ বা লাইনে অগ্রসর হওয়ার জন্য ব্যবহৃত হয়।
• Spacebar: দুইটি শব্দের মাঝে খালি স্থান তৈরির জন্য ব্যবহৃত হয়।
• Alt: বিভিন্ন প্রোগ্রামে নির্দেশ প্রদানে মেনু সচল করার জন্য স্বতন্ত্রভাবে এবং একাধিক কী-এর সাথে যৌথভাবে নির্দেশ প্রদানে ব্যবহৃত হয়।

10 Best Online Jobs for Students to Make Money from Home

৪) মাউস (Mouse): 

ইঁদুরের ন্যায় ও আকৃতি সম্পন্ন এ ইনপুট ডিভাইসটি একটি তারের মাধ্যমে কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ অংশের সাথে সংযুক্ত থাকে।

ছবি: মাউস

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম