Diploma In Computer Science Exam Practies Sheet 6 Month (D.C.S) | ডিপ্লোমা ইন-কম্পিউটার সায়েন্স ৬ মাস কোর্স (সিএ/বি)

 Diploma In Computer Science Exam Practies Sheet (D.C.S) | ডিপ্লোমা ইন-কম্পিউটার সায়েন্স ৬ মাস কোর্স (সিএ/বি)


👋প্রশ্নঃ লজিক গেট কাকে বলে ?

{getToc} $title={Table of Contents}

👉উত্তরঃ লজিক গেট বা সার্বজনীন লজিক গেট হল সেইসমস্ত গেট,যেগুলি ব্যবহার করে সবকটি বেসিক গেট বা প্রাথমিক গেট (OR,AND ও NOT) তৈরি করা যায়।

👋প্রশ্নঃ মৌলিক গেট কয়টি ও কি কি ? যে কোন ২টির চিত্র সহ সত্যক সারনী দেখাও ?

👉উত্তরঃ মৌলিক গেট কয়টি ও কী কী??

উত্তর:- ডিজিটাল বর্তনীতে মৌলিক গেট তিনটি!!যথা:- (১) OR  (২) AND  (৩) NOT 

মৌলিক গেট ঃ

অর গেট (OR Gate)ঃ এই গেট এ দুই বা ততােধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটি। যে কোন একটি বা একাধিক ইনপুটের মান ১ হলে আউটপুট ১ হবে। এই গেটে একাধীক সুইচ সমান্তরাল থাকে। যে কোন একটি সুইচ অন হলে বাল্বটি জ্বলে উঠে। অর লজিক গেটের সমীকরণ Y = A + B এখানে A


👋প্রশ্নঃ 
এক এর পুরক পদ্ধতিতে বিয়ােগ কর?

👉উত্তর:- পুরক পদ্ধতিতে বিয়োগ দেখানো হল।


👋প্রশ্নঃ  অক্টাল পদ্ধতিতে বিয়ােগ কর?

👉উত্তর:-  অক্টাল পদ্ধতিতে বিয়ােগ দেখানো হল 



👋প্রশ্নঃ কম্পাইলার ও ইন্টারপ্রিটার কি?

👉উত্তর: কম্পাইলার ও ইন্টারপ্রিটার হল । কম্পাইলার এক সাথে সকল নির্দেশকে যন্ত্র ভাষায়   রূপান্তর করে থাকে। অন্যদিকে ইন্টারপ্রেটার এক একটি নির্দেশকে যন্ত্র ভাষায় অনুবাদ করে থাকে।

👋প্রশ্নঃ উচ্চ স্তরের ভাষা বলতে কি বুঝ ? ৪টি উচ্চ স্তরের ভাষার নাম লিখ ?

👉উত্তর:উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা (ইংরেজি: High-level programming language) হল এমন একটি প্রোগ্রামিং ভাষা যা অন্যান্য নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষাগুলোর তুলনায় আরও বিমূর্ত (abstract), সহজে ব্যবহারযোগ্য ও বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সহজে বহনযোগ্য (portable)। 

 👋প্রশ্নঃএলগরিদম কাকে বলে ?

👉উত্তর: কোন সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ননাকে অ্যালগরিদম বলে।

 👋প্রশ্নঃ ফ্লোচার্ট কাকে বলে  ?

👉উত্তর: ফ্লোচার্ট এর অপর নাম প্রবাহ চিত্র । অ্যালগরিদম এর চিত্ররূপ হল ফ্লোচার্ট। অ্যালগরিদম সহজে বুঝার জন্য ফ্লোচার্ট ব্যবহৃত হয় । ফ্লোচার্ট দেখে সহজে বুঝা যায় প্রোগ্রাম কীভাবে কাজ করে।

👋প্রশ্নঃ  চলক ও ধ্রুবক বলতে কি বুঝ?

👉উত্তর: সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবস্থৃত হয় তাকে চলক বলে। চলক ও ধ্রুবক এর মধ্য পার্থক্য : ১. সি ভাষায় এমন কিছু মান আছে যা কোন সময় পরিবর্তত হয় না তাই হল ধ্রুবক। ২. ধ্রুবক কমা ব্যবহার করা যায় না, তবে প্রয়োজনে দশমিক ব্যবহার করা যায়। ১. মেমরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ঐ নামের অধীনে ডেটা রাখা হয় এই ডেটা পরিবর্তনশীল বিধায় ঐ নামকে চলক বলে। ২. ভেরিয়েবলের মান নির্ধারণ করার সময় সংখ্যার মধ্যে কমা ব্যবহার করা যাবে।

👋প্রশ্নঃ ইন্টারপ্রিটার কি?

👉উত্তর: সোর্স কোড সরাসরি একজিকিউট করে। সোর্স কোডকে কার্যকরী অন্তর্বর্তী প্রতিনিধিত্বকারী কোন কোডে রূপান্তরিত করে এবং অবিলম্বে তা একজিকিউট করে। কম্পাইলার দিয়ে পূর্বের কম্পাইলকৃত কোড স্পষ্ট ভাবে একজিকিউট করে।

👋প্রশ্নঃ দশটি সংখ্যা যােগ করার জন্য একটি প্রােগ্রাম লিখ।

👉উত্তর:
১। শুরু
২। সংখ্যা দশটির মান গ্রহন।
৩। সংখ্যা দশটি যোগ করন।
৪। যোগফলকে 10 দ্বারা ভাগ।
৫। ফলাফল ছাপ।
৬। শেষ।


👋প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস কিভাবে কম্পিউটারের ক্ষতি করে?

👉উত্তর: ভাইরাস এর মূল কাজ হলো, সে আপনার কম্পিউটার সিস্টেমে ঢুকে, অন্য প্রোগ্রাম বা ফাইল গুলিকে মোডিফাই (modify) কোরে নিজের কিছু ক্ষতিকারক কোড প্রোগ্রাম গুলিতে লিখে দেয়। এতে, আপনার কম্পিউটারের অন্যান্য প্রোগ্রাম ফাইল গুলি, সেই ক্ষতিকারক ভাইরাসটির মতেই কাজ করা শুরু করে দেয়।

👋প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস আক্রান্ত তা কিভাবে বুঝা যায়? 

👉উত্তর: ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষন
যেমন আপনার হোমপেজে আলাদা কোন ওয়েবসাইট আইকন এসে পড়তে পারে, ডিফাল্ট ওয়েব ব্রাউজার চেঞ্জ হয়ে যেতে পারে, ইত্যাদি৷ এছাড়াও ভাইরাস আক্রান্ত হলে আপনি তা রিসেট করলেও ঠিক হবেনা। কম্পিউটার ঘন ঘন ক্র‍্যাশ করলে সম্ভাবনা রয়েছে যে আপনার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে।

👋প্রশ্নঃ এন্টিভাইরাস প্রোগ্রাম কিভাবে কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করে?

👉উত্তর: অ্যান্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়্যারের সাথে সম্পৃক্ত সফটওয়্যারকে আপনার কম্পিউটারে অণুপ্রবেশে বাধা প্রদান করে। ম্যালওয়্যারকে আপনার কম্পিউটারে ঢুকতে না দেয়া বা ঠেকানোর অন্যতম ও প্রধান উপায় হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।

👋প্রশ্নঃ কম্পিউটার ভাল রাখার উপায় সমূহ লিখ।

👉উত্তর: কম্পিউটারও একটা প্রাণ আছে তাই আপনি লিমিট করে কম্পিউটার চালান এতে আপনার কম্পিউটার ভালো থাকবে। হঠাৎ কালো মেঘের ছায়া কম্পিউটার কাজ করে রাত্রে ঘুমাবেন আপনি যখন কম্পিউটারে কোড গুলো কে খুলে রেখে তারপর ঘুমাবে বসে থাকবে আর যদি আমি শুধু কম্পিউটার বন্ধ করুন।

👋প্রশ্নঃ চ্যাটিং বলতে কি বুঝ?

👉উত্তর: ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের মধ্যে পৃথকভাবে কিংবা গ্রুপ আকারে টেক্সট লিখে লিখে আলাপচারিতা করে, এধরনের অনলাইন টেক্সট বিনিময় হলো চ্যাটিং।

👋প্রশ্নঃ ডােমেন বলতে কি বুঝ?

👉উত্তর: ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। ডোমেইন নাম ক্লাইন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম।

👋প্রশ্নঃ ভয়েস চ্যাটিং এবং ভিডিও চ্যাটিং কি ব্যাখ্যা কর।

👉উত্তর: অনলাইনে থাকা এক বা একাধিক ব্যবহারকারীর সাথে মাইক্রোফোনসমৃদ্ধ হেডসেট বা ওয়েবক্যামের মাধ্যমে কথা বলে/শুনে চ্যাট করাই হলো ভয়েস চ্যাট। ভয়েস চ্যাট ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি এর মাধ্যমে হয়ে থাকে। এটি পৃথিবীর যে কোন প্রান্তরে ব্যবহারকারীকে কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফোন কল করার সুবিধা দিয়ে থাকে। একটি বেশি ব্যবহৃত জনপ্রিয় ভয়েস চ্যাট প্রোগ্রাম হলো স্কাইপি, যা অনলাইন অথবা ইন্টারনেট ক্যাপাবিলিটি সেল ফোনের মাধ্যমে ব্যবহার করা যায়। অনলাইনে বিভিন্ন ধরনের ভয়েস চ্যাট প্রোগ্রাম পাওয়া যায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম